• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

দিনাজপুরে এতিম ২৬ শিশুর মুখে হাসি আনলেন ইউএনও মশিউর

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার এতিমখানায় থাকা ২৬ শিশুর মুখে প্রাপ্তির হাসি ফুটিয়েছেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান। ওইসব শিশুদের কেউ নেই বা পরিবার থেকেও নেই। নতুন জামা-খাবার এগুলো তাদের কাছে স্বপ্নের মতো ছিল। ইউএনও নিজ খরচে ওই ২৬ শিশুকে নতুন পাঞ্জাবি-পায়জামা দিয়েছেন। 

এতিমখানার সুপার মিনহাজুল ইসলাম বলেন, ওই এতিমখানায় ২৬ দুস্থ শিশু আছে। সরকারের বরাদ্দ এবং সমাজের বিত্তবান মানুষের সাহায্য নিয়ে এখানে শিশুদের পাঠদান করা হচ্ছে। নতুন পাঞ্জাবি-পায়জামার খুব শখ ছিল শিশুদের। একদিন দুপুরে হঠাৎ ইউএনও এতিমখানায় এসে এতিমখানার সামগ্রিক খোঁজ নেন। শিশুদের কাছে তাদের কী প্রয়োজন, জানতে চান। এ সময় শিশুরা ইউএনওকে নতুন পাঞ্জাবি-পায়জামার শখের কথা বলে। এরপর স্থানীয় একজন দরজি এসে শিশুদের পোশাকের মাপ নিয়ে গিয়েছিলেন। আজ বিকেলে ইউএনও এসে সব শিশুকে নীল পাঞ্জাবি-পায়জামা উপহার দেন। ইউএনওর এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েম সবুজ বলেন, অবহেলিত মানুষের পাশে রাষ্ট্রের পাশাপাশি দেশ ও সমাজের সব স্তরের ব্যক্তিরা এগিয়ে এলে তাদের মুখে হাসি ফোটানো সম্ভব। ইউএনওর এ ধরনের কাজ দৃষ্টান্তমূলক।

ইউএনও মশিউর রহমান বলেন, কিছু কাজ আছে যা নিজের বিবেকের তাড়নায় করতে হয়। সে কাজগুলো জীবনে যে প্রশান্তি এনে দেয়, তা আরও নতুন করে ভালো কিছু কাজের উৎসাহ জোগায়।

Place your advertisement here
Place your advertisement here