• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনমজুরদের কাছে খাদ্য নিয়ে ছুটে গেলেন ওসি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কুমিল্লার দেবিদ্বারে খেটে খাওয়া মানুষ বেশ বেকায়দায় রয়েছেন। আয়-রোজগার বন্ধ হয়ে গেছে অনেকের। প্রতিদিনের খাবার সংগ্রহ করতেই হিমশিম খাচ্ছেন তারা। 

এ দুর্ভোগে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে তাদের। সরকারি সাহায্যের পাশাপাশি দিনমজুর হতদরিদ্র ও কর্মকহীনদের মাঝে খাদ্য নিয়ে ছুটছেন দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার। 

বুধবার বেলা সাড়ে ১১টায় নিউ মার্কেট চত্বরে তিনি হতদরিদ্র, কর্মহীন ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে জনপ্রতি পাঁচ কেজি চাল, এককেজি ডাল ও এক লিটার তেল, দুই কেজি আলু, আধাকেজি লবণসহ মোট ৫০টি প্যাকেট খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত) মো. মেজবাহ উদ্দিন, এসআই মো. ইকতিয়ার মিয়া, মো. আবদুল বাতেন, মো. আবদুর রহমান, মো. রবিউল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা। 

এর আগে নিউ মার্কেট চত্বরে থানা পুলিশের খাদ্যসামগ্রীর বিতরণের খবর পেয়ে অনেক হতদরিদ্র, ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভিড় জমে। পরে পুলিশের পিকআপ ভ্যানে চাল-ডাল-আলু-তেল নিয়ে সেখানে হাজির হন ওসি জহিরুল আনোয়ার। পিকআপ থামিয়ে একে একে সবার হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।

Place your advertisement here
Place your advertisement here