• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

‘তোমরা আমার টেকাগুলান ফিরাইয়া দেও’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

টাকা হারিয়ে বিলাপ করছেন বৃদ্ধা মমিরন বেগম। আর বলছেন, ‘বাবারা তোমরা আমার টেকাগুলান ফিরাইয়া দেও। এই টেহায় আমার সংসার চলে। তিন চাইর মাসের খাওয়া খরচ চলে। তোমরা আমার টেকাগুলা ফিরাইয়া দেও।’
 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক বৃদ্ধার বয়স্ক ভাতার টাকা ছিনতাইয়ের ঘটনা হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

মমিরন বেগম ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউপির চর বারুইটারী গ্রামের ওমর আলীর স্ত্রী। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তার জন্ম ১৯৩৭ সালে। বয়সের ভারে ঠিকমত কথা বলতে পারেন না তিনি। স্বামী মারা যাবার পর থেকে তিনি ছেলের সঙ্গে আন্ধারীঝাড় ইউপির চর ধাউরারকুঠি গ্রামে থাকেন।

বৃদ্ধা মমিরন জানান, তিন মাসের বয়স্ক ভাতা তুলতে সমাজসেবা অফিসে যান তিনি। টাকা তোলার পর উপজেলা পরিষদ চত্বরে আসলে এক যুবক  টাকা গুনে দেয়ার কথা বলে তা নিয়ে পালিয়ে যায়।ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউএনও এএইচএম মাগফুরুল হাসান আব্বাসী জানান, এরকম ঘটনার কথা কেউ আমাকে জানায়নি। তবে ঘটনা যদি সত্যি হয় তাহলে খুবই দু:খজনক। এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি এবং ওই বৃদ্ধাকে ব্যক্তিগতভাবে সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।

Place your advertisement here
Place your advertisement here