• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

তারাগঞ্জের দুই ইউনিয়নে উপ-নির্বাচন ২০ অক্টোবর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

রংপুরের তারাগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও আরেকটি ইউনিয়ন পরিষদে সদস্যের (মেম্বার) শূন্য পদে আগামী ২০ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তারাগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। 

সূত্রে জানা যায়, আলমপুর ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান মঞ্জুরুল কাদের সবুজ চৌধুরী ও সয়ার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলমের মৃত্যুর কারণে পদ দুটি শূন্য হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মেরাজ হোসেন বলেন, নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে শূন্য হওয়া ওই পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণাসহ নির্বাচন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৬ সেপ্টেম্বর। এছাড়া প্রার্থী প্রত্যাহারের তারিখ ৩ অক্টোবর। আর ভোটগ্রহণের তারিখ ২০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। 

ইউএনও আমিনুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসন নির্বাচন কর্মকর্তার কার্যালয়কে সহায়তা করবে। এরইমধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

Place your advertisement here
Place your advertisement here