• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

তামিমের মাইলফলক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দারুণ এক মাইলফলক অর্জন করলেন ‘লোকাল বয়’ তামিম ইকবাল। এই মাঠে ওয়ানডেতে ৫০০ রান সংগ্রহকারী প্রথম ব্যাটসম্যান হয়ে গেলেন বাংলাদেশ অধিনায়ক।

আজকের ম্যাচের আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৪ ম্যাচে ৪১.৪১ গড়ে ৪৯৭ ছিল তামিমের। তৃতীয় ওয়ানডেতে আলজারি জোসেফের করা ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে এক রান নিয়ে এই মাঠে প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁলেন ৫০০ রানের মাইলফলক।

এ মাঠে তামিমের পরেই রয়েছেন ইমরুল কায়েস। মাত্র ৯ ম্যাচে ৫৩.২৫ গড়ে তিনি করেছেন ৪২৬ রান। বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর ৫৫.০০ গড়ে ৭ ম্যাচে ৩৩০ রান করেছেন।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজকের ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি টাইগারদের। প্রথম ওভারের পঞ্চম বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন লিটন দাস (০)। নবম ওভারে ফিরে যান ২০ রান করা নাজমুল হোসেন শান্তও।প্রতিবেদন লেখার সময় টাইগারদের সংগ্রহ ৯ ওভারে ২ উইকেটে ৪২ রান। তামিম ইকবাল ১৫ ও সাকিব আল হাসান ৪ রানে ব্যাট করছেন।

Place your advertisement here
Place your advertisement here