• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ডোমার ও কিশোরীগঞ্জে সরকারী খাদ্যগুদামে ধান ক্রয়ের উদ্বোধন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

“শেখ হাসিনার দর্শন, কৃষকের উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডোমার ও কিশোরীগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান সরকারী খাদ্যগুদামে ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। 

আজ মঙ্গলবার(৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ডোমার ১নং খাদ্যগুদাম চত্ত্বরে ২৬টাকা কেজি দরে কৃষকদের নিকট হতে ১মেট্রিকটন ধান ক্রয় করা হয়। 

উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডোমার খাদ্যগুদাম কর্মকর্তা জিয়াউর রহমান, চিলাহাটী খাদ্যগুদাম কর্মকর্তা নিত্যানন্দ রায় উপস্থিত ছিলেন। 

সূত্র মতে, এবারে ডোমার ও চিলাহাটী দুইটি খাদ্যগুদামে ৩০ হাজার ২৮৯জন কৃষকের মধ্যে লটারীর মাধ্যমে বাছাইকৃত ২ হাজার ১৩৪জন কৃষকের নিকট হতে জনপ্রতি এক মেট্রিকটন করে ২ হাজার ১৩৪ মেট্রিকটন আমন ধান ক্রয় করা হবে।  

অপরদিকে গতকাল সোমবার (২ ডিসেম্বর) বিকেলে কিশোরীগঞ্জ সরকারি খাদ্য গুদামে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। কিশোরীগঞ্জ উপজেলা নিবাহী অফিসার আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উদ্বোধনকালে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট, ভাইস চেয়ারম্যান রবিউল বাবু, কৃষি কমকতা হাবিবুর রহমান,ওসি এলএসডি মহসীন আলী, খাদ্য পরিদশক তারিকুল ইসলাম প্রমূখ। 

জানা যায়, লটারীর মাধ্যমে কিশোরীগঞ্জ উপজেলায় এক হাজার ৭১২ জন কৃষক নির্বাচিত হয়েছে। প্রকৃত কৃষকের নিকট থেকে ধান ক্রয় করে তাদের ব্যাংক একাউন্ট এর মাধ্যমে প্রদান করা হবে। 

উল্লেখ যে, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলতি মৌসুমের আমন ধান সংগ্রহ কার্যক্রম চলবে। 

Place your advertisement here
Place your advertisement here