• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মামলা: গ্রেফতার ১

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীর ডিমলা উপজেলায় রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গয়াবাড়ী ইউনিয়নের দুই ইউপিসহ ৭জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগষ্ট/২০২০) রাতে ডিমলা থানা পুলিশ অভিযান চালিয়ে গয়াবাড়ী গ্রামের অপিয়ার রহমানের ছেলে খলিলুর রহমানকে(৩৫) গ্রেফতার করেন। 

আজ বুধবার (২৬ আগষ্ট/২০২০) বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। 

অভিযোগে জানা যায়, সরকারী আদেশ অমান্য করে গয়াবাড়ী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোলায়মান আলী, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিথুন খানেরর নেতৃত্বে ৭/৮ জন রাতের আধারে অবৈধভাবে বোমা মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিলো। এতে তিস্তা এলাকায় পরিবেশ দূষণের পাশাপাশি ভূমি ধস দেখা দিয়েছে। যার কারণে তিস্তা নদীর আশেপাশে অধিকাংশ জমি নষ্ট হয়ে যাচ্ছে। 

এলাকাবাসী বিষয়টি গয়াবাড়ী ইউনিয়নের ভুমি সহকারী কর্মকর্তা আবুল হোসেনকে অবগত করলে তিনি তা তদন্ত করে মঙ্গলবার সন্ধ্যায় নিজে বাদী হয়ে বালু মহল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০ সালের ৪/১৫ ধারায় দুই ইউপি সদস্যসহ ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মামলার ৭ নম্বর আসামী গয়াবাড়ী গ্রামের অপিয়ার রহমানের ছেলে খলিলুর রহমানকে গ্রেফতার করে। 

ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। 

Place your advertisement here
Place your advertisement here