• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁয়ে কর্মহীন মানুষের পাশে আ’লীগ নেতারা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

Find us in facebook

Find us in facebook

প্রাণঘাতী করোনা ভাইরাস বিস্তার রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে মাঠে নেমে ঠাকুরগাঁওয়ের অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আ’লীগ নেতারা। 

কর্মহীন এসব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা অব্যাহত রেখেছেন বাংলাদেশ আ’লীগের অর্থ ও পরিকল্পনা কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক রাজিউর রেজা খোকন চৌধুরী । শুধু খাদ্য সামগ্রীই বিতরণ করছেনা তারা। সামাজিক দুরত্ব বজায় রাখা, ঘনঘন সাবান দিয়ে হাত দোয়া, ঘর থেকে বের না হওয়াসহ করোনা ভাইরাস সংক্রামন ঠেকাতেও সচেতন করে তোলারও কাজ করছেন তৃণমুল পর্যায়ে থেকে। 

বৃহস্পতিবার সদর উপজেলার বালিয়া, দেবীপুর ও পৌরসভার ২শ মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী বিতরণ ও সচেতনতা মুলক কাজ করেন। 

এ সময় বালিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি হবিবর রহমান, দেবীগঞ্জ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, পৌরসভায় আ’লীগের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

করোনা ভাইরাস মোবেলায় বেশ কয়েকদিন ধরে দেশের মানুষ ঘর থেকে বের হচ্ছেনা। এতে কর্মহীন হয়ে পরে ঠাকুরগাঁওয়ের কয়েক লাখ মানুষ। নিম্ন আয়ের এসব মানুষের কর্মহীন হয়ে পরায় খাদ্য সংকটে ভুগচ্ছেন তারা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে নিজস্ব সামর্থ অনুযায়ী খোকন চৌধুরীর সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আ’লীগের তরুন এই নেতা। 

Place your advertisement here
Place your advertisement here