• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২১জনের নমিনেশন বহাল

দৈনিক রংপুর

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।  ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান বলেন, রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসন হলরুমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়। 
 
রিটার্নিং অফিসার  কামরুজ্জামান বলেন, মনোনয়নপত্রে কোনো গড়মিল না থাকায় আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেন, বিএনপির ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. আব্দুল জব্বার, ইসলামী ঐক্যজোট থেকে মো. রফিকুল ইসলাম, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) থেকে বলরাম গুহ ঠাকুরতা এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 

এছাড়াও জাকের পার্টির প্রার্থী আব্দুল­াহ আল মামুনের মনোনয়নপত্রে গড়মিল থাকায় তার মনোনয়ণপত্র বাতিল ঘোষনা করা হয় বলে জানান রিটার্নিং অফিসার কামরুজ্জামান। 

ঠাকুরগাঁও-২ আসনে ৭জন প্রার্থীর মনোনয়ণপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। এরা হলেন:- আওয়ামী লীগ থেকে আলহাজ্ব দবিরুল ইসলাম, বিএনপি থেকে আব্দুল সালাম, বিএনপি থেকে টিএম মাহবুবুর রহমান, বিএনপি থেকে মো. জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা, বিএনপি (জামায়াত) থেকে মো. আব্দুল হাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. রেজাউল করিম, জাকের পার্টি থেকে মো. সামসুজ্জোহা। 

রিটার্নিং অফিসার কামরুজ্জামান বলেন, ঠাকুরগাঁও-৩ আসনে ৮জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে এবং ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।  

বৈধ প্রার্থীরা হলেন:- জাতীয় পার্টি থেকে হাফিজ উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি থেকে ইয়াসিন আলী, বিএনপি থেকে জাহিদুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে প্রভাত সমীর শাহজাহান আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশে থেকে নাজিম উদ্দীন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) থেকে মো. এনামুল হক, ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি) থেকে শাফি আল আসাদ, স্বতন্ত্র হিসেবে ইমদাদুল হক ।

বাতিল প্রার্থীরা হলেন:- স্বতন্ত্র হিসেবে গোপাল চন্দ্র রায়, স্বতন্ত্র হিসেবে আব্দুল জলিল, স্বতন্ত্র হিসেবে রাজেন্দ্র নাথ রায়, বিকল্প ধারা বাংলাদেশ থেকে এসএম খলিলুর রহমান। 

ঠাকুরগাঁও জেলায় মোট ভোটার ৯ লক্ষ ৯৫ হাজার ১৭৬ জন। এরমধ্যে পুরুষ ৫ লক্ষ ২ হাজার ৭০০ জন ও মহিলা ৪ লক্ষ ৯২ হাজার হাজার ৪৭৬ জন। 

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৪ লক্ষ ২১ হাজার ৬২২ জন, এরমধ্যে পুরুষ ২ লক্ষ ১১ হাজার ৫২৬ জন ও মহিরা ২ লক্ষ ১০ হাজার ৯৬ জন। ঠাকুরগাঁও-২ আসনে মোট ভোটার ২ লক্ষ ৭৩ হাজার ৪৩৬ জন, এরমধ্যে পুরুষ ১ লক্ষ ৩৯ হাজার ২৩ জন ও মহিলা ১ লক্ষ ৩৪ হাজার ৪১৩ জন। ঠাকুরগাঁও-৩ আসনে মোট ভোটার ৩ লক্ষ ১১৮ জন, এরমধ্যে পুরুষ ১ লক্ষ ৫২ হাজার ১৫১ জন ও মহিলা ১ লক্ষ ৪৭ হাজার ৯৬৭ জন ।

Place your advertisement here
Place your advertisement here