• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে হিজড়া জনগোষ্ঠীর জন্য ‘উত্তরণ গুচ্ছগ্রাম’ উদ্বোধন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁও সদরের কহরপাড়ায় ‘উত্তরণ গুচ্ছগ্রাম’ নামের একটি গ্রাম পেয়েছে হিজড়া জনগোষ্ঠী। বুধবার বিকেলে গ্রামটির উদ্বোধন করেন প্রধান অতিথি ডিসি ড. কেএম কামরুজ্জামান সেলিম। 

জেলা সদরের ইউএনও আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিসি। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বহ্নিশিখা আশা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর থানার ওসি (অপারেশন) গোলাম মর্তুজা, নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা স্যামুয়েল মার্ডি প্রমুখ। 

পরে কহর পাড়া মৌজায় জনপ্রতি সাড়ে তিন শতক করে মোট শূন্য দশমিক ৯২ একর জমি ২০ হিজড়াকে দেয়া হয়। এছাড়া ঘর নির্মাণে ৩০ লাখ, টিউবওয়েল স্থাপনে ২৫ হাজার ও দলিল হস্তান্তর বাবদ ১০ হাজার করে মোট ৩০ লাখ ৩৫ হাজার টাকা আর্থিক বরাদ্দ দেয়া হয়।

Place your advertisement here
Place your advertisement here