• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে বিশ্ব চিন্তা দিবস পালিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে বিশ্ব চিন্তা দিবস পালিত হয়েছে। বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শনিবার সকালে শহরের চৌরাস্তায় একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয় ও ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

র‌্যালি শেষে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায়  বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলার গার্লস গাইড'স কমিশনার রহিমা চৌধুরী, স্থানীয় কমিশনার লিলি আনোয়ারা, ঠাকুরগাঁও সদর উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি, গান, নাচ ও অভিনয়ে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রসঙ্গত, বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস্ সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড রবার্ট বেডেন পাওয়েল ও চিফ গাইড লেডি ওলেভ বেডেন পাওয়েল এ দিনে জন্মগ্রহণ করেন। বিশ্বজুড়ে গাইড সদস্যরা এ দিনটিকে বিশ্ব চিন্তা দিবস হিসেবে উদযাপন করছেন।
 

Place your advertisement here
Place your advertisement here