• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী ইমতিয়াজ হোসেন ওরফে ডায়মন্ডকে মৃত্যুদন্ড এবং আসাদ হোসেন ওরফে জেসি নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। বুধবার ঠাকুরগাঁও জেলা দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।

দন্ডিত ইমতিয়াজ হোসেন ওরফে ডায়মন্ড ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়া এলাকার এসএম আজিমের ছেলে এবং অপর আসামী আসাদ হোসেন শহরের কলেজপাড়া এলাকার আব্দুল মমিনের ছেলে।

রাষ্ট্রপক্ষের পক্ষের আইনজীবী শেখর কুমার রায় জানান, মৃত্যুদন্ডের আদেশ ছাড়াও ইমতিয়াজকে এক লাখ টাকা জরিমানা এবং আসাদকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। রায়ের সময় ইমতিয়াজ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অপর আসামী পলাতক রয়েছেন বলে জানান তিনি।
মামলার বরাতে রাষ্ট্রপক্ষের পক্ষের আইনজীবী বলেন, ২০১৩ সালের ১ অগাস্ট শহরের মুন্সিপাড়ায় ইমতিয়াজ হোসেন তার স্ত্রী ফারিয়া আক্তার মুমুকে (২৪) পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ঘরের ভেতরে ঝুলিয়ে রাখে। পরে খবর পেয়ে পুলিশ মুমুর লাশ উদ্ধার করে।

এ ঘটনায় ওই বছরের ২৩ অক্টোবর তৎকালীন ঠাকুরগাঁও সদর থানার এসআই নাজমুল হক বাদী হয়ে ইমতিয়াজ ও আসাদকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৪ সালে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

Place your advertisement here
Place your advertisement here