• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে জাতীয় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জুন ২০২১  

Find us in facebook

Find us in facebook

ভূমির উন্নত ও দক্ষ ব্যবস্থাপনা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণের সারাদেশের মত ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার জেলা কালেক্টরেট চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।

পরে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা বুথ ও হেল্পডেস্ক উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ, অতিরিক্ত পুলিশ সুপার মো: মোশফেকুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা প্রমুখ।সভায় জেলা রেজিষ্ট্রার, উপজেলা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, সেবা সপ্তাহে অনলাইনে হোল্ডিং আপলোড কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, অর্পিত সম্পত্তির লীজমানি আদায়, খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন গ্রহন করা হবে। জনসাধারণকে সেবা গ্রহনের জন্য জানানো হয়। ভূমি সেবা সপ্তাহ চলবে ১০ই জুন পর্যন্ত এই সেবা চলমান থাকবে। 

Place your advertisement here
Place your advertisement here