• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ে অসহায় ও দুস্থদের জন্য ভর্তুকি দোকান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে সামাজিক যোগাযোগ গ্রুপ জুলুম বস্তির পক্ষ থেকে করোনার কারনে ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থদের জন্য ভুর্তুকি দোকান উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার দুস্থদের বিনামূল্যে খাদ্যসামগ্রী প্রদান করে দোকানের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম। 

বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও নেজারত ডেপুটি কালেক্টর আব্দুল কাইয়ুম খাঁন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, স্বনামধন্য ভাস্যকার সুজন খাঁন, জুলুম বস্তির কারবালা মিঠুন, আরাফাত হোসেন সাগর, মেহেদী হাসান, মাহফুজ, রাকিব, রনি, রকি, আব্দুল্লাহ আল মামুন, সাইমুন, জুয়েল, রুবেল, টিপু সুলতান, নাজমুল হাসান, নাঈম খাঁন, রাজুসহ জুলুম বস্তির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

এই ভর্তুকি দোকানে ৩০ শতাংশ ছাড়ে যে কেউ বিভিন্ন খাদ্য সামগ্রী ক্রয় করতে পারবেন। এছাড়াও অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান করা হবে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, লবন, আলু, ডিম, সোয়াবিন তেল, আদা, রসুন, পেঁয়াজ, মসলা, সাবানসহ বিভিন্ন মুদি সামগ্রী।

এখন থেকে প্রতিদিন বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত অসহায় ও দুস্থরা বিনামূল্যে এবং বিত্তবানরা ৩০ শতাংশ ছাড়ে খাদ্য সামগ্রী ক্রয় করতে পারবেন বলে জানান গ্রুপের এডমিন কারবালা মিঠুন। বর্তমান করোনা পরিস্থিতিতে এমন উদ্যোগকে সাধুবাদ জানান প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম। 

Place your advertisement here
Place your advertisement here