• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ট্রাম্প নীতির সমালোচনায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

ইরানকে সর্বোচ্চ চাপে রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেছে জার্মানি। রোববার জার্মানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, বিল্ড পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এ সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস। 
 
তিনি বলেছেন, যদি কেউ ইরানের অবস্থার উন্নতি করতে চায় তবে সংলাপ বন্ধ করাটা ভুল। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন তীব্রতা বৃদ্ধির পরিমাণের পরিবর্তে কূটনীতির গণনা করছে বলেও মন্তব্য করেন তিনি।

মাস বলেছেন, যুক্তরাষ্ট্র যখন পরমাণু চুক্তি থেকে বের হয়ে ইরানের ওপর চাপ প্রয়োগ করছিল তখন আলোচনার মাধ্যমে অগ্রগতির চেষ্টা করেছে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি। 

এর আগে ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয় ট্রাম্প। এরপর তার আনুষ্ঠানিকভাবে ঘোষিত ইরানের ওপর সর্বাধিক চাপ প্রয়োগ নীতির প্রয়োগ করে দেশটির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দেয়। এরপর নতুন একটি চুক্তি স্বাক্ষরের জন্য ইরানের সঙ্গে আলোচনার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। তবে ইরান আর কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। 

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সর্বাধিক চাপ প্রয়োগ নীতি সঠিক ফলাফল অর্জনে ব্যর্থ হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here