• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

জমি নিয়ে বিরোধ, পঞ্চগড়ে সন্তানের লাঠির আঘাতে হাসপাতালে বাবা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ জুন ২০২১  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ে সন্তানের লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক বাবা। জমি নিয়ে ঝগড়ার একপর্যায়ে ছেলে আবুল কাশেম লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন তার বাবা আবু হানিফ ওরফে ফুলু মুন্সিকে (৭৫)। বৃহস্পতিবার (১০ জুন) জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের রানীগঞ্জ দোহসুহ গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আবু হানিফ ওরফে ফুলু মুন্সী দীর্ঘদিন ধরে একখণ্ড খাস জমি ভোগদখল করে আসছেন। সরকারি ওই খাস জমি জোরপূর্বক দখল নিতে তার ছেলে আবুল কাশেম ও তার স্ত্রী শিউলী সেখানে যান। এ সময় তার বাবা তাকে বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে আবুল কাশেম তার বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আটোয়ারী থানা পুলিশের ওসি (তদন্ত) মো. দুলালউদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Place your advertisement here
Place your advertisement here