• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

ছেঁড়া শাড়িতে রাস্তায় মেহজাবীন!

দৈনিক রংপুর

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

ময়লা, ছেঁড়া শাড়ি আর মলিন মুখ। বসে আছেন কখনো ফুটপাতে আবার কখনো রাস্তায়। তার উদ্দেশ্য নিজের জীবন বাঁচানো। আর তাই রাস্তায় ভাত বিক্রি করছেন তিনি। রেল লাইনের বাজারে ঠিক এভাবেই বসে আছেন অভিনেত্রী মেহজাবীন।

তবে বাস্তবে নয়, টিভির পর্দা এভাবেই হাজির হবেন এ অভিনেত্রী। সৌজন্যে ‘রাজা রানীর গল্প’। এ নাটকে তার সহশিল্পী তৌসিফ মাহবুব।

‘রাজা রানীর গল্প’ নাটকটি রচনা করেছেন পারভেজ ইমাম এবং পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।

নাটকের গল্পে দেখা যাবে মেহজাবিন, শুকনো ও মলিন মুখে প্রতিদিন ফুটপাতে বসে খাবার বিক্রি করেন। দিনমজুর, রিকশাচালকরা এসে তার দোকান থেকে খাবার খাচ্ছে। আর মেহজীবনের প্রতিদ্বন্দ্বী তৌসিফ নিজের ভ্রাম্যমাণ একটি ভাতের হোটেল নিয়ে টক্কর দিতে চান মেহজাবিনকে।

কিন্তু তুলনামূলকভাবে মেহজাবীনের এখানে কাস্টমার বেশি আসে। বিষয়টি সহজভাবে নিতে পারেন না তৌসিফ। হঠাৎ করেই তৌসিফ খেয়াল করেন মেহজাবীন খাবার বিক্রি করতে আসছেন না। এরপরের ঘটনা একেবারে ভিন্ন।

‘রাজা রানীর গল্প’-এ আরো অভিনয় করেছেন নিকুল কুমার মণ্ডল, শহিদুল্লাহ সবুজ, তিশা, প্রাণ সারোয়ার প্রমুখ।মেহজাবীন ও তৌসিফ

শিগগিরই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

Place your advertisement here
Place your advertisement here