• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ছিন্নমূল মানুষের জন্য রংপুরে পথেই মিলছে বিনামূল্যের ইফতার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ মে ২০২১  

Find us in facebook

Find us in facebook

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দফায় দফায় বিধিনিষেধের কারণে কর্মহীন হয়ে পড়েছে নিম্নআয়ের মানুষজন। এমন দুঃসময়ে প্রতিদিন ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন চলো স্বপ্ন ছুঁই।

‘খেটে খাওয়া রোজাদার, পথেই পাবে ইফতার’-এ স্লোগান নিয়ে চলো স্বপ্ন ছুঁই ছুটছে উত্তরের পথে প্রান্তরে।
পহেলা রমজান থেকে রংপুর নগরীর বিভিন্ন এলাকায় পাশাপাশি তাদের এ কার্যক্রম লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর ও গাইবান্ধা জেলাতেও চলমান। প্রতিদিন ৭০০-৮০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করছে সংগঠনটি।
স্বেচ্ছাসেবী এ সংগঠনটির সব সদস্য শিক্ষার্থী। নিজেদের হাত খরচের জমানো টাকা ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এসব কার্যক্রম পরিচালনা করছেন তারা।

পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে প্রথম থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সংগঠনটি। সেই সঙ্গে মেডিসিন ফ্রি হোম ডেলিভারি, লকডাউন পরিস্থিতিতে মা-বোনদের পিরিয়ডকালীন সময়ে প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন সরবরাহ, অসহায় কর্মক্ষম নারীদের স্বাবলম্বী করতে তাদের আয়ের পথ সৃষ্টির জন্য হাঁস-মুরগি, গবাদি পশু ও সেলাই মেশিন দেয়ার কাজ করছে চলো স্বপ্ন ছুঁই।

Place your advertisement here
Place your advertisement here