• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

চাচা ভাতিজার ভোটের লড়াই

দৈনিক রংপুর

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা শুরু করেছে প্রার্থীরা। রংপুরের ৬ টি আসনের মধ্যে অন্যতম একটি আসন বদরগঞ্জ-তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর-২ আসন। যাচাই-বাচাই শেষে সোমবার ১০ডিসেম্বর এ আসনে প্রতিদ্বন্দীতাকারী ১০জন প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।


এদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক (নৌকা) ও জাতীয় পার্টির উপজেলা সভাপতি আসাদুজ্জামান সাবলু চৌধুরী(লাঙ্গল)। সাবলু চৌধুরীর চাচাতো ভাই প্রয়াত মরহুম আব্দুল মমিন চৌধুরীর ছেলে হলেন ডিউক চৌধুরী ।
সম্পর্কে সাবলু চৌধুরীর ভাতিজা ডিউক চৌধুরী। ভোটের মাঠে একই পরিবারের চাচা-ভাতিজার লড়াই হবে এ আসনে ভোটারদের মাঝে বাড়তি উত্তেজনার সৃষ্টি করছে। এধাসনের ভোটারদের অনেকেই জানান, এবারের নির্বাচনে রংপুর-আসনে চাচা-ভাতিজার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে ।
এ আসনে ডিউক চৌধুরী ও সাবলু চৌধুরী ছাড়াও যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন,সাবেক এমপি মোহাম্মাদ আলী সরকার (বিএনপি-ধানের শীষ),সাবেক এমপি আনিছুল ইসলাম মন্ডল (স্বতন্ত্র-সিংহ মার্কা),আসরাফ আলী (ইসলামী আন্দোলন-হাতপাখা),কুমারেশ চন্দ্রে রায় (জাসদ-মশাল),হারুন অর রশিদ (বিকল্পধারা-কুলা মার্কা),আশরাফ উজ জামান (জাকের পার্টি-গোলাপ ফুল),জিল্লুর রহমান (বিএনএফ-টেলিভিশন),ওয়াসিম আহমেদ (এনপিপি-আম মার্কা),।


উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,এবারের নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে মোট ভোটার ভোটারের সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৭শ”৬৬ জন। এর মধ্যে বদরগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৪শ”৪৫ জন ও তারাগঞ্জ উপজেলায় ১ লাখ ২ হাজার ৩শ”২১জন। দুই উপজেলায় ভোটার কেন্দ্র মোট ১৩৪টি তার মধ্যে বদরগঞ্জ উপজেলায় ৯১টি ও তারাগঞ্জ উপজেলায় ৪৩টি। নির্বাচন বিষয়ে বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব টুটুল চৌধুরী কাছে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বরাবরই জনগণের উন্নয়নের জন্য কাজ করে।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর দেশের জনগণ নৌকা মার্কার পক্ষে রায় দেবে বলে আশা রাখছি।

এ আসনে চাচা-ভাতিজার লড়াইয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,নির্বাচনী মাঠে পিতা-পুত্রের মধ্যে ভোট যুদ্ধ হচ্ছে সেখানে চাচা-ভাতিজা কোনো বিষয় নয়। এদিকে বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ওবাইদুল হক জানান,রংপুরের মানুষ বরাবরে জাতীয় পার্টিকে ভোট দিয়েছেন। আশা করি এবারো তারা জাতীয় পার্টিকে নির্বাচিত করবে।

Place your advertisement here
Place your advertisement here