• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

গাইবান্ধায় ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনাভাইরাসের কারণে চাল ও পেঁয়াজের দাম বেশি রাখায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌরসভার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ। তিনি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে চালের দাম নেয়ায় চাল ব্যবসায়ী আফজাল হোসেনকে ৫ হাজার, আবুল হোসেনকে ২ হাজার, শাহিনুর মিয়াকে ২০ হাজার, আব্দুল হান্নানকে ১০ হাজার ও রুহল আমিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করায় ব্যবসায়ী আইনুল হককে ৫ হাজার, লাবীব মিয়াকে ২ হাজার ও রুহুল আমিনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ বলেন, করোনাভাইরাসের কারণে মজুতদার ও খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে চাল ও কাঁচামালের দাম বাড়িয়ে দেয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযান উপজেলার সর্বত্র হাট-বাজারে অব্যাহত থাকবে।

Place your advertisement here
Place your advertisement here