• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

গাইবান্ধায় ফলের ঝুঁড়ি নিয়ে বীরাঙ্গনার বাড়িতে জেলা প্রশাসক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র সর্দারপাড়া গ্রামে মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে ৭০ বছর বয়সী অসুস্থ বীরাঙ্গনা জোহরা বেগমকে দেখতে ফুল ও ফলের ঝুঁড়ি নিয়ে তার বাসভবনে উপস্থিত হন গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন।

তিনি ওই বীরাঙ্গনার খোঁজ-খবর নেন। এ সময় তিনি তাকে নগদ আর্থিক সহযোগিতা, চাল ও কম্বল উপহার দেন।

জেলা প্রশাসক আব্দুল মতিন বলেন, প্রধানমন্ত্রী অসহায় বীরাঙ্গনা বা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। জেলা ও উপজেলা প্রশাসন চেষ্টা করছে অসহায় মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে সার্বিক সহযোগিতা প্রদান করার। বীরাঙ্গনা জোহরা বেগম-এর বাড়ির সামনের সড়কটি তার নামে নামকরণ করার ঘোষণা দেন জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আল মারুফ, সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, সর্বানন্দ ইউপি চেয়ারম্যান মাহাবুর রহমানসহ সাংবাদিক, রাজনীতিক ও স্থানীয়রা।

Place your advertisement here
Place your advertisement here