• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

গাইবান্ধা সাঘাটায় যমুনা নদীতে নৌকা বাইচ দেখতে হাজারো দর্শক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ নভেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধা সাঘাটায় যমুনা নদীতে অষ্টম বারের মতো দুইদিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ হয়েছে। নৌকা বাইচ চলাকালে যমুনা নদীর পাড়ে হাজার হাজার উৎসুক দর্শক এ বাইচ উপভোগ করেন।
গতকাল শনিবার দুপুরে উপজেলার হলদিয়া ইউপির চিনিরপটল এলাকায় এ বাইচ হয়। বাইচে মোট ১৮টি নৌকা অংশ নেয়। 

হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর সার্বিক ব্যবস্থাপনায় নৌকা বাইচের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া। উদ্বোধক ছিলেন- ছালেক সোলার পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ছালেক উদ্দিন। নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। 

বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, সাঘাটা উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবীর, সাঘাটা উপজেলার ইউএনও মো. মহিউদ্দিন জাহাঙ্গীর, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু, সাঘাটা থানার ওসি মো. বেলাল হোসেন, ফুলছড়ি থানার ইনচার্জ কাওছার আলী প্রমুখ।

প্রতিযোগিতায় প্রথম বিজয়ীকে একটি মোটরসাইকেল, দ্বিতীয় বিজয়ীকে একটি ফ্রিজ ও তৃতীয় বিজয়ীকে একটি এলইডি টিভি পুরস্কার দেয়া হয়। প্রতিবছরই একই স্থানে ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ হয়।

Place your advertisement here
Place your advertisement here