• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

গঙ্গাচড়ায় ৫০০ পরিবার পেল ঈদ উপহার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মে ২০২০  

Find us in facebook

Find us in facebook

ঢাকা দক্ষিণের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খাঁনের উদ্যোগে রংপুরের গঙ্গাচড়ায় ৫০০ পরিবার পেল ঈদ উপহার। আরাজিনিয়ামত খাঁনপাড়া এলাকায় গতকাল শুক্রবার এই উপহার বিতরণের উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

গতকাল শুক্রবার ও আজ শনিবার সামাজিক দুরত্ব বজায় রেখে এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার, মুক্তিযোদ্ধা আলিফুর রহমান খাঁন, স্থানীয় সমাজসেবক ওয়াহেদুল করিম রাসেল, আফজাল হোসেন, আহসানুল করিম জুয়েলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

করোনাকালে অতিরিক্ত পুলিশ সুপার আহসান খাঁনের ব্যক্তিগত উদ্যোগে দেওয়া এই ঈদ উপহারের মধ্যে ছিল চাল ১০ কেজি, ডাল এক কেজি, তেল এক কেজি, আলু তিন কেজি, লবন এক কেজি, সেমাই এক কেজি, চিনি এক কেজি ও সাবান একটা।

স্থানীয় লোকজন এই দুঃসময়ে এলাকার সন্তান ঢাকা দক্ষিণের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খাঁনের দেওয়া ঈদ উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

Place your advertisement here
Place your advertisement here