• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনা রোধে অটো চালকের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক রংপুর

প্রকাশিত: ৬ মার্চ ২০১৯  

Find us in facebook

Find us in facebook

রংপুরের গঙ্গাচড়ায় শিক্ষার্থীদের নিয়ে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ বিষয়ক অনুষ্ঠান অব্যাহত রেখেছেন অটো চালক আব্দুল্লাহ আল সুমন। আজ বুধবার সকালে গজঘন্টা ইউনিয়নের তালুক হাবু দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করেন ব্যতিক্রম উদ্যোগী এই অটো চালক সুমন।

এ সময় তিনি সকল শিক্ষার্থীদের মাঝে তার এ উদ্যোগের কথা জানান এবং রাস্তা পারাপার হতে সবাইকে সজাগ দৃষ্টি ও সচেতনতা অবলম্বন করতে বলেন। এছাড়াও তিনি বলেন, একটু সামান্য ভূলের কারণে মারাত্বক ক্ষতি তথা মৃত্যুও হতে পারে যা একটি পরিবারের সারাজীবনের কান্না বয়ে আনবে, তাই চালক, পথচারাী, শিক্ষার্থী ও সাধারন জনগনসহ সকলকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। পরে তার লেখা সড়ক দূর্ঘটনা রোধে করণীয় শীর্ষক লিফলেট শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল থানার এসআই আমজাদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সাংবাদিক নির্মল রায়, সফিয়ার কাজল প্রমুখ। অতিথিরা সড়ক দুর্ঘটনা রোধে সুমনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের পাশাপাশি সকল সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহবান করেন। 

এছাড়াও গত সোমবার প্রচারনার অংশ হিসেবে কোলকোন্দ তাকিয়া শরীফ মাদ্রাসায় সকল শিক্ষার্থীদের মাঝে সড়ক দূর্ঘটনা রোধে করণীয় শীর্ষক লিফলেট বিতরণ করেন।

Place your advertisement here
Place your advertisement here