• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

‘খুলনার সব উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

খুলনার সব উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। রোববার দুপুরে খুলনা সার্কিট হাউসে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেন ডিসি মোহাম্মদ হেলাল হোসেন।

সভায় ডিসি বলেন, সরকার উন্নয়ন প্রকল্পগুলো এমনভাবে বাস্তবায়ন করতে চায় যেন তা ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত না করে। এজন্য প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে তা যেন সরকারি অর্থের অপচয় ও কৃষি জমি বিনষ্টের কারণ না হয়।

গণপূর্ত বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ১০০ শয্যার শিশু হাসপাতাল নির্মাণ মে মাসে শুরু হবে। মার্চে উদ্বোধন করা হবে ৫০০ আসনের জেলা শিল্পকলা একাডেমি। এছাড়া সাউথ সেন্ট্রাল রোডে ছয়তলার গণহত্যা জাদুঘরের নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদ্জ্জুামান, এডিসি (সার্বিক) মো. জিয়াউর রহমান, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও ইউএনওসহ জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

এদিকে এখন থেকে নগরীর ‘ময়লাপোতা’ নামের পরিবর্তে ‘বঙ্গবন্ধু স্কয়ার’ সর্বত্র ব্যবহার করতে হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

Place your advertisement here
Place your advertisement here