• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

ক্লাব জীবনে মেসির প্রথম লালকার্ড

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

দীর্ঘ ১৭ বছর ধরে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার হয়ে খেলে যাচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। এতদিনের ক্যারিয়ারে এর আগে কখনো লালকার্ড দেখতে হয়নি ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে। গতকাল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল ম্যাচটি ছিল বার্সার হয়ে মেসির ৭৫৩তম ম্যাচ। এ ম্যাচে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রতিপক্ষের ফুটবলারকে অবৈধভাবে ধাক্কা দিলে বার্সা ক্যারিয়ারে প্রথম লালকার্ড দেখেন তিনি।

পুরো ফুটবল ক্যারিয়ারে কিন্তু এটাই মেসির প্রথম লালকার্ড নয়। বর্ণাঢ্য ক্যারিয়ারে লিওনেল মেসিকে এবার সহ মোট ৩ বার লালকার্ড দেখাতে পেরেছেন ম্যাচ রেফারি।

মজার ব্যাপার হলো আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে প্রথম ম্যাচেই লালকার্ড দেখেছিলেন এই বার্সা তারকা ফুটবলার। ২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামার মাত্র ২ মিনিটের মাথায় লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল ক্ষুদে জাদুকরকে।

২০১৯ সালে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণীতে চিলির বিপক্ষে ম্যাচে তাকে 'বিতর্কিত' লালকার্ড দেখান ম্যাচ রেফারি। যেটি নিয়ে পরবর্তীতে বেশ সমালোচনাও শুরু হয়। ১৪ বছর পর সেদিন লাল কার্ড দেখতে হয় মেসিকে।

Place your advertisement here
Place your advertisement here