• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কৃষকরা পেল কৃষিযন্ত্র, অসুস্থরা পেল চিকিৎসা, শীতার্তরা পেল বস্ত্র

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে পুলিশের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প, কৃষি সরঞ্জাম এবং বস্ত্র বিতরণ  করা হয়েছে। 

জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১৫ নং কাপাসিয়া ইউনিয়ন এলাকায় রবিবার ইমারজেন্সি ফার্স্ট এইড ফাউন্ডেশন পুলিশের সহপযোগিতা এই সকল কর্মকাণ্ড সম্পন্ন করে।

জানা গেছে, এবারের কার্যক্রমে বিনামূল্যে ঔষধ বিতরণ সহ মোট ২৩৫ জন রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের দেখে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন। 

৭০ জন দরিদ্র মহিলাকে নতুন শাড়ি দেওয়ার পাশাপাশি ৩০টি শিশুকে নতুন শীতবস্ত্র প্রদান করা হয়। এছাড়াও ৬০ সেট পুরাতন শীতবস্ত্র বিতরণ করা হয়। কয়েকজন দরিদ্র কৃষকের মাঝে কৃষি উপকরণ হিসেবে কীটনাশক ঔষধ স্প্রে যন্ত্র বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের পক্ষে সামসুদ্দোহা তাপস অসীম মণ্ডল জফফার মেহতাব ও তানভির আনোয়ার এবং গাইবান্ধায় অবস্থানরত ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ এবং গাইবান্ধা জেলা পুলিশের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পরিচালনা করেছেন।

Place your advertisement here
Place your advertisement here