• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

কুড়িগ্রামে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০  

Find us in facebook

Find us in facebook

‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড পালিত হয়েছে। 

শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। 

জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. নাসির উদ্দিন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ মিলন প্রমুখ।

জেলা প্রশাসনের সহযোগিতায় দিন ব্যাপী মেলায় ৯টি উপজেলা থেকে মাধ্যমিক স্কুল পর্যায়ে ১৩টি এবং কলেজ পর্যায়ে ৪টিসহ মোট ১৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

Place your advertisement here
Place your advertisement here