• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কুড়িগ্রামে ৩ জনের রিপোর্টে করোনার অস্তিত্ব নেই

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামে কোভিট ১৯ ভাইরাস উপসর্গ সন্দেহে গত দুইদিনে আরো ৭জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গত ৬দিনে এনিয়ে ২৩ জনের নমুনা সংগ্রহ করে রংপুরে প্রেরণ করা হল। 

বুধবার সকালে ৩ জনের রিপোর্ট আইইডিসিআর থেকে কুড়িগ্রাম স্বাস্থ্যবিভাগের কাছে প্রেরণ করা হয়েছে। রিপোর্টে সন্দেভাজনদের শরীরে করোনা ভাইরাসের কোন অস্তিত্ব পাওয়া যায়নি বলে স্বাস্থ্যবিভাগ সূত্র জানিয়েছে। এই তিনজনের একজন নাগেশ্বরী, একজন ভূরুঙ্গামারীর ও একজন রাজারহাটের বাসিন্দা।

সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, গত ৩ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত ৪দিনে ১৬ জনের রক্তের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। এদের মধ্যে ৩জনের রিপোর্ট হাতে পেয়েছি। তাদের শরীরে কোন করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়াও গত দুদিনে আরো ৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ৭ এপ্রিল রাজারহাট থেকে ৩জন এবং রৌমারী থেকে ২ জনের নমুনা নেয়া হয়। বুধবার (৮এপ্রিল) ৪জনের নমুনা নেয়া হয়েছে। এদের মধ্যে রাজারহাট থেকে ২জন, ফুলবাড়ী থেকে একজন এবং নাগেশরী থেকে একজন। এরা জ¦র, সর্দি-কাশি ও মাথাব্যাথা রোগে ভুগছেন। 

সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান আরো জানান, যাদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের নির্দেশে সেই পরিবারগুলোকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং স্বাস্থ্যবিভাগ থেকে পরিবারগুলোকে মনিটরিং করা হচ্ছে। ভয়াবহ এই পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে নিরাপদে থাকতে হলে সকলকেই বাড়িতে অবস্থান করতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

Place your advertisement here
Place your advertisement here