• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামে স্ত্রী পিংকী খাতুন শিল্পীকে বালিশ চাপা দিয়ে হত্যার দায়ে স্বামী রাসেল বাবুর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আব্দুল মান্নান এই রায় দেন।

তবে হাইকোর্ট থেকে জামিন নেয়া আসামি রাসেল বাবু পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক সংলগ্ন হাতেম আলীর কন্যা পিংকী খাতুনের সঙ্গে বাঁশজানি গ্রামের মৃত: আবুল হোসেনের ছেলে সোলায়মান আলীর ২০১১ সালে বিয়ে হয়। বিয়ের তিন মাসের মধ্যে বনিবনা না হওয়ায় শালিসের মাধ্যমে তাদের ছাড়াছাড়ি হয়। এর কিছুদিন পর অভিভাবকদের না জানিয়ে পিংকী খাতুন নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বাজার সংলগ্ন সাইফুর রহমানের ছেলে রাসেল বাবুর সঙ্গে পালিয়ে বিয়ের রেজিস্ট্রি করেন। দেড় বছর সংসার করার পর যৌতুকের জন্য স্ত্রীর উপর শারীরিক নির্যাতন চালায় রাসেল বাবু। এসময় ছয় মাসের গর্ভবতী পিংকী খাতুন বাবার বাড়ি ফিরে আসেন। পরে পিংকী খাতুনকে বাড়ি ফিরিয়ে নেয়ার জন্য চাপ দেয় বাবু। এতে পিংকী রাজি না হওয়ায় বাড়ির লোকজনের অনুপস্থিতিতে ২০১১ সালের ২৭ মে দুপুরের দিকে স্ত্রীকে মুখে গামছা বেঁধে বালিশ চাপা দিয়ে হত্যা করে তার স্বামী। পরে লাশ ঘরের ভেতর ঝুলিয়ে রেখে পালিয়ে যায় বাবু। এ ঘটনায় দীর্ঘ শুনানী শেষে আদালত আসামির অনুপস্থিতিতে তার মৃত্যুদণ্ডের এ আদেশ দিয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান ও অ্যাডভোকেট ফকরুল ইসলাম।

এসএম আব্রাহাম লিংকন বলেন, আসামি রাসেল বাবু পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই দীর্ঘ শুনানী শেষে এই রায় দেওয়া হল। এই রায়ে আমরা সন্তষ্ট।

Place your advertisement here
Place your advertisement here