• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

কুড়িগ্রামে মোবাইল হেলথ শীর্ষক সংলাপসভা অনুষ্ঠিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মোবাইল হেলথ শীর্ষক সংলাপসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা আলোর ভুবন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন, সদর ইউএনও নিলুফা ইয়াছমিন।

বেসরকারি সংগঠন ফ্রেন্ডশীপের স্বাস্থ্য সেক্টর, মোবাইল হেলথ প্রকল্প (এমহেলথ) অনুষ্ঠানের আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান, কৃষি কর্মকর্তা জাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, ফ্রেন্ডশীপের আঞ্চলিক সমন্বয়কারী একেএম শাখাওয়াত হোসেন, সিনিয়র প্রকল্পসমন্বয়কারী আলী আব্দুল্লাহ, আরিফুল ইসলাম প্রমুখ।

জেএসকে’র অর্থায়নে এমহেলথ প্রকল্প সদর উপজেলার ৬টি ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে রোগীকে দ্রুত পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি আধুনিক তথ্য সমৃদ্ধ ডাটাবেজ, অটোমেটেড এ্যালগরিদম বেজড ডায়াগনিসিস, প্রেসক্রিপশন, মেডিসিন ও জটিল রোগীদের জন্য অভিজ্ঞ পরামর্শভিত্তিক প্রযুক্তি নির্ভর স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।

Place your advertisement here
Place your advertisement here