• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধে যুব সমাবেশ অনুষ্ঠিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার ৩০টি ইউনিয়নের ৬০জন যুব-যুবাদের নিয়ে সোমবার দুপুরে কুড়িগ্রাম আরডিআরএস’র অফিস চত্বরে দিনব্যাপী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. কাজিউল ইসলাম। আরডিআরএস’র প্রোগ্রাম ম্যানেজার তপন কুমার সাহা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সিনিয়র সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম সনাকের সভাপতি রওশন আরা চৌধুরী, প্লান ইন্টারন্যাশনালের প্রকল্প ম্যানেজার মো. নজরুল ইসলাম, বিবিএফজি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। 

আরডিআরএস বাংলাদেশ’র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের আয়োজনে জেলার ৩টি পৌরসভাসহ ৭৩টি ইউনিয়নে বাল্যবিয়ে প্রতিরোধে গঠিত যুব ফোরামের সদস্যগণ পর্যায়ক্রমে এই সমাবেশে অংশগ্রহন করবে। সমাবেশে বাল্য বিয়ে বন্ধে যুব সাংবাদিকতার মাধ্যমে জেলার শিশু সুরক্ষা নিশ্চিতকরণের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

এতে যুব নেটওয়ার্কের মাধ্যমে বাল্য বিয়ে বন্ধে গ্রামিণ পর্যায়ে ইনফরমেশন ভিত্তিক কাজ করবে যুব-যুবতীরা।

Place your advertisement here
Place your advertisement here