• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

Find us in facebook

কুড়িগ্রামে বাতিল হয়েছে অষ্টমীর স্নানসহ সব মেলা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম রোধের জন্য চিলমারীর ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মালম্বিদের অন্যতম ধর্মীয় উৎসব অস্ট্রমী স্নান ও মেলা বাতিল করা হয়েছে। এই উৎসবে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে প্রতিবছর লাখো মানুষ অংশ নিতো। 

চিলমারী উপজেলা প্রশাসন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে এক বৈঠক করে অস্টমীর স্নান বাতিলের কথা জানান। 

চিলমারীর উপজেলা নির্বাহী অফিসার রায়হান শাহ জানান, গণজমায়েত নিষিদ্ধ থাকায় সতর্কতার অংশ হিসেবে এই স্নান ও মেলা বাতিল করা হয়েছে। 

একইদিনে কুড়িগ্রাম শহরের চেংরার মেলা ও বুধবারের ঐতিহ্যবাহী সিন্দুরমতির মেলাসহ সবক’টি মেলা বাতিল করা হয়েছে। সিন্দুরমতি মেলার পরিবর্তে বাৎসরিক পূজা-অর্চনা অনুষ্ঠিত হবে।

Place your advertisement here
Place your advertisement here