• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

কুড়িগ্রামে জমি দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জমি দখল করা নিয়ে সংঘর্ষে বাকিনুর ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

নিহত বাকিনুর উপজেলার ভাঙ্গামোড় ইউপির মাস্টারপাড়া গ্রামের ছলিম উদ্দিন মিস্ত্রির ছেলে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছে।

রোববার বিকেল ৫টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউপির খোঁচাবাড়ী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ভাঙ্গামোড় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, এলাকার ছলিম মিস্ত্রি পৈত্রিক সূত্রে পাওয়া দুই একর জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। সম্প্রতি ভাঙ্গামোড় ইউপি সদস্য সহিদুল ইসলাম অংশীদারদের কাছ থেকে ক্রয় সূত্রে ওই জমির মালিকানা দাবি করেন। ছলিম উদ্দিন মিস্ত্রি তার পরিবারের লোকজন নিয়ে ওই জমিতে লাগানো সরিষা তুলতে গেলে সহিদুল মেম্বারের লোকজন বাধা দেয় । এ সময় উভয় পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় আহতরা হলেন- জহুরুল হক, খলিল উদ্দিন, আজিমুদ্দিন, বেলাল হোসেন ও আমিনুর ইসলাম। এর মধ্যে জহুরুল ও খলিলের অবস্থা গুরুত্বর।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় বলেন, আমরা এখন পর্যন্ত ঘটনাস্থলে রয়েছি, বিস্তারিত পরে জানানো হবে।

Place your advertisement here
Place your advertisement here