• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

কুড়িগ্রামে গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামে দুর্যোগকালিন সংবেদনশীলতা পরিস্থিতি তৈরিতে সাংবাদিক ও স্থানীয় সংগঠনের ভূমিকা শীর্ষক দুদিন ব্যাপি কর্মশালা শুরু হয়েছে। শনিবার  (৩০ নভেম্বর) সকাল দশটায় স্থানীয় আফাদ কনফারেন্স কক্ষে কর্মশালার উদ্বোধন করেন সাবেক সিভিল সার্জন ডা: এস. এম আমিনুল ইসলাম। 

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলুর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন ডিডি পরিবার পরিকল্পনা ডাঃ নজরুল ইসলাম, নারী সংগঠনের সভাপতি ছবি বেগম, নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, এলনা প্রকল্পের পিএম শচীন চন্দ্র সরকার প্রমুখ। 

জরুরী দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় মানবিক সহায়তাদানকারী প্রতিষ্ঠান ও জেলার গণমাধ্যমকর্মীদের দায় দায়িত্ব নিয়ে আগাম পরিকল্পনা বিষয়ে দু'দিন ব্যাপি কর্মশালা চলবে।

বেসরকারি সংগঠন "নারী এসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ" এর আয়োজনে, মহিদেব যুব সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায়, অক্সফাম বাংলাদেশ'র অর্থায়নে স্থানীয় সাতটি সংগঠন নিয়ে এলনা  (অ্যাম্পাওয়ারিং লোকাল এন্ড ন্যাশনাল হিউম্যানিটারিয়ান অ্যাক্টরস) কুড়িগ্রামের পাঁচটি উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করেছে। 

Place your advertisement here
Place your advertisement here