• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

কাল থেকে রংপুরে আয়কর মেলা শুরুঃ চার বছরে রাজস্ব আহরণ বেড়েছে ৭ গুণ

দৈনিক রংপুর

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

রংপুরে করদাতাদের ইতিবাচক সাড়া লক্ষ করা গেছে। এ পর্যন্ত চার বছরে মেলায় দাখিলকৃত রিটার্নের সংখ্যা দ্বিগুণ হয়েছে। অন্যদিকে রাজস্ব আহরণ বেড়েছে সাত গুণ। এ বছরও জাঁকজমকপূর্ণভাবে আয়কর মেলা উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে। আগামীকাল সাত দিনব্যাপী মেলার উদ্বোধন করা হবে। এবারের আয়কর মেলা থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮ কোটি ৮৬ লাখ ৩৯ হাজার ২০৮ টাকা। 
কর কমিশনারের কার্যালয় রংপুর কর অঞ্চলের সূত্রে জানা গেছে, চার বছর আগে, ২০১৪ সালের আয়কর মেলায় রিটার্ন দাখিল করেন ৩ হাজার ২৭৫ জন। ওই বছর আয়করবাবদ রাজস্ব আহরণ হয় ৩ কোটি ১৯ লাখ ৩২ হাজার টাকার। এছাড়া ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে রিটার্ন দাখিলকারীর সংখ্যা ছিল যথাক্রমে ৩ হাজার ৮১৯, ৫ হাজার ৬১৬ এবং ৭ হাজার ৫২০। উপরের উল্লিখিত বছরগুলোয় রাজস্ব আহরণ হয় যথাক্রমে ২১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার, ২৩ কোটি ১১ লাখ ৮০ হাজার ও ২৬ কোটি ২৩ লাখ ৯৯ হাজার টাকা। 
রংপুরে আয়কর মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও কর উপকমিশনার (সদর দপ্তর প্রশাসন) মনসুর আলী নিজস্ব প্রতিবেদককে বলেন, গতবারের আহরণকৃত রাজস্বের চেয়ে ১০ শতাংশ বেশি হিসাব করে এবারের রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে রাজস্ব আহরণের পরিমাণ এর চেয়ে বেশি হতে পারে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।  
এই বছরে, রংপুরে আয়কর মেলা অনুষ্ঠিত হবে নগরীর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে। এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। কর কমিশনার মো. ফজলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান ও রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আহসানুল হক। সাত দিনব্যাপী এই মেলা চলবে সকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। মেলায় সকল করদাতারা অনলাইনে ই-পেমেন্ট, আয়কর রিটার্ন দাখিলসহ করসংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন। কর পরিশোধের জন্য সোনালী, জনতা ও বেসিক ব্যাংকের বুথ সার্বক্ষণিক সেবা প্রদান করবে। কর-সম্পর্কিত একাধিক স্টলের পাশাপাশি এই মেলায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ও সঞ্চয় ব্যুরোর স্টল থাকবে।

Place your advertisement here
Place your advertisement here