• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কাউনিয়ায় আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

বন্যার ভয়াবহ ক্ষতি পুশিয়ে উঠে কাউনিয়া উপজেলার মাঠে মাঠে আমন ধান কাটা শুরু হয়েছে। বাম্পার ফলন ও ভাল দাম পেয়ে কৃষকের চোখে মুখে এখন হাসির ঝিলিক ফুটে উঠেছে। ইতি মধ্যে স্বল্প মেয়াদি ব্রি-৩৩ ও বিনা-৭ জাতের ধান কাটা শেষ হয়েছে। শুরু হয়েছে আমন ধান কাটা। ইতোমধ্যেই নুতুন ধান ওঠতে শুরু করেছে কৃষকের গোলায়। সোনালী ধান ঘরে তোলার স্বপ্নে চাষীরা এখন বিভোর।

কাউনিয়া কৃষি বিভাগ জানায় উপজেলায় চলতি মৌসুমে আমন ধান চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল ১১৪৭২ অর্জন হয়েছে ১১৪৭৫ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী বিআর-২, ৫৫ হেক্টর বিআর-১১, ৩০০০ হেক্টর, ব্রিধান-৩৩, ১৫ হেক্টর, ব্রিধান-৪৯, ১১৫০ হেক্টর,ব্রিধান-৫১, ৯০০ হেক্টর,ব্রিধান-৫২, ১৭০০ হেক্টর,ব্রিধান-৫৬,২০ হেক্টর,ব্রিধান-৬২, ৬০ হেক্টর,ব্রিধান-৬৬, ১৫ হেক্টর,ব্রিধান-৭২,৬৫ হেক্টর,ব্রিধান-৭৫, ৫হেক্টর, পারিজা-৪৯৫ হেক্টর, বিনা ধান-৭, ৩২০ হেক্টর, বিনা ধান-১১, ৫০ হেক্টর, বিনা ধান-১৭, ৫০ হেক্টর, স্বর্ণ ২৯৭০ হেক্টর মোট ১১০০৫ হেক্টর, হাইব্রিড হীরা-২, ৫০ হেক্টর, হীরা-৫, ৫০ হেক্টর, তেজ ১০০ হেক্টর, ধানী ১৭০ হেক্টর, স্থানীয় পারি ১০০ হেক্টর মোট ৩৭০ হেক্টর চাষ হয়েছে। জানাগেছে রংপুর আঞ্চলের কাউনিয়া উপজেলায় আশ্বিন-কার্তিক মাস, অভাবের মাস (মঙ্গা) নামে পরিচিত। এ সময়ে গ্রামের কৃষকের ঘরে খাবার ও কৃষি শ্রমিকের হাতে কাজ থাকে না। হাজার হাজার কৃষক ও কর্ম জীবি মানুষ চরম অভাবের মাঝে পড়ে। এ অবস্থায় অভাবী মানুষেরা জীবিকা নির্বাহ করার জন্য দেশের বিভিন্ন জেলায় কাজের সন্ধানে ঘুরে বেড়ায়। এছাড়া আগাম শ্রম বিক্রি সহ বাড়ির হাঁস-মুরগী,গাছ-পালা বিক্রয় করে জীবিকা নির্বাহ করে থাকে। বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট রংপুর আঞ্চলে আশ্বিন কার্তিক মাসে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষকদের মাঝে স্বল্প মেয়াদী জাতের দান বীজ সরবরাহ করে। আর এ ধানের জীবন কাল ৯০-১০০ দিন। যেখানে অনান্যে ধানের জীবন কাল ১৪০-১৫০ দিন। এলাকার কৃষক এধানের নাম দিয়েছে মঙ্গা তাড়ানো ধান। উপজেলার তিস্তা চরাঞ্চল সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ইতি মধ্যে ব্রি-৩৩ ধান কাটা শেষ হয়েছে। মাঠে মাঠে এখন সোনালী আমন ধান কাটা শুরু হয়েছে। অনেকে ধান কেটে জমিতে শুকাচ্ছে। নিজপাড়া গ্রামের কৃষক প্রহলাদ চন্দ্র ও লালমসজিদ এলাকার আলহাজ্ব আসমাইল হোসেন বাবু জানায় ব্রি ৩৩ ধানসহ আগাম জাতের ধান কেটে মঙ্গা তাড়ানো যায় এবং আগাম আলু রোপন করে লাভবান হওয়া যায়। তবে চলতি মৌসুমে ধানের দাম কম হওয়ায় কৃষরা কিছুটা হতাশ। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম জানান এবছর বন্যায় কিছু এলাকায় ধানের ক্ষতি হলেও কৃষক তা পুষিয়ে নিয়েছে। ফলনও হয়েছে আশানুরুপ। এবছর ২৫ শতক জমিতে প্রায় ১২মন ধান উৎপাদন হয়েছে। কৃষক এখন অল্প খরচে বেশী বেশী লাভবান হওয়া যায় এমন ধান চাষে আগ্রহী হয়ে উঠেছে। এ ছাড়াও আশ্বিন কার্তিক মাসে ফসল ঘরে উঠায় কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। কৃষক ফসলের ন্যায্য মূল্য পায় ও গো-খাদ্যের চাহিদা পুরন হয়।

Place your advertisement here
Place your advertisement here