• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

করোনায় মেস ভাড়া নিয়ে শিক্ষার্থীদের পাশে ছাত্রলীগ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জুলাই ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনা পরিস্থিতিতে  বাসা ও মেস ভাড়া নিয়ে সৃষ্ট সংকটে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। ভাড়া পরিশোধে ব্যর্থ হওয়া শিক্ষার্থীদের সাথে অমানবিক আচরণ না করে সুষ্ঠ ও যৌক্তিক সমাধানের অনুরোধ জানিয়েছে ছাত্রলীগ। এই লক্ষ্যে পাঁচ সদস্যের একটি টিমকে বাসা ও মেসভাড়ার বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিবৃতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি মেস ভাড়া দিতে না পারায় শিক্ষার্থীদের সার্টিফিকেট ও প্রয়োজনীয় জিনিসপত্র ভাগাড়ে ফেলে দিয়েছেন বাড়ির মালিক।

শিক্ষার্থীদের যেকোনো মানবিক, যৌক্তিক বিষয়ে সুষ্ঠু সমাধানের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিম্মোত্ত নেতৃবৃন্দের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।  নম্বরগুলো হচ্ছে- সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ ০১৭২৩৬০৯১৫৭; উপ-সমাজসেবা সম্পাদক হাসানুর রহমান হাসু ০১৭০৩৯৮৫৪০১; তৌকির আহম্মেদ তপু ০১৯১২২৩১১৭৫; আহমেদ নাসিম ইকবাল ০১৭৭৩৯৭৫২৭৭ এবং শেখ সাঈদ আনোয়ার সিজার ০১৭১৩৬৩৩২৭৯।

বিবৃতিতে বলা হয়, বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, বা‌ড়ি ভাড়া দিতে বিলম্ব হওয়ায় বিনা নোটিশে কয়েকজন শিক্ষার্থীর সার্টিফিকেটসহ মূল্যবান জিনিসপত্র ভাগাড়ে ফেলে দেওয়া হয়েছে, যা কখনই কাম্য নয়। উক্ত ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ পরিবার তীব্র নিন্দা জ্ঞাপন করছে। বাংলাদেশ ছাত্রলীগ মনে করে, শিক্ষার্থীদের সাথে উক্ত অমানবিক আচরণ তাদের সম্ভাবনাময় ভবিষ্যতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।'

ছাত্রলীগ বলছে, আপনারা জানেন বৈশ্বিক করোনা প্রাদুর্ভাবের কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে অনেক শিক্ষার্থী ভাই-বোনেরা করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে যে যার মতো নিরাপদে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। করোনাকালে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা অবলম্বন করা, বাড়িতে নিরাপদে থাকা এবং একারণে অনেক শিক্ষার্থী ভাই-বোনেরা বাড়িওয়ালা ও মেস মালিকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে পারছে না।'

আল নাহিয়ান খান জয় বলেন, মেস ভাড়ার সুষ্ঠু সমাধান করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠালগ্ন থেকে যেকোন যৌক্তিক আন্দোলনে, যৌক্তিক বিষয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের পাশে আছে এবং যেকোন মানবিক, যৌক্তিক বিষয়ে সুষ্ঠু সমাধানের জন্য বদ্ধপরিকর।'

লেখক ভট্টাচার্য বলেন, বিদ্যমান করোনা সংকটে শিক্ষার্থী ভাই-বোনদের সাথে অমানবিক আচরণ না করে তাদের প্রতি সদয় হয়ে যৌক্তিক ও সুষ্ঠু সমাধানের জন্য বাংলাদেশ ছাত্রলীগ এর পক্ষ থেকে সকল বাড়িওয়ালা ও মেস মালিকদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থী ভাই-বোনদেরকেও তাদের সাথে আলোচনা করে যৌক্তিক সমাধানের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।' 

Place your advertisement here
Place your advertisement here