• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

করোনা: শ্রমিক সংকট দূর করতে ধান কাটা মেশিন বিতরণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটের প্রভাব দূর করতে বিভিন্ন স্থানে সরকার নির্ধারিত ৫০% ভর্তুকিতে কৃষকদের মাঝে ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দিকরণ মেশিন কম্বাইন্ড হারভেস্টর বিতরণ করা হয়েছে। এ মেশিনের মাধ্যমে খুব সহজেই ঘণ্টায় এক একর জমির বোরো ধান কর্তন, মাড়াই ও বস্তাবন্দি করা যায়। এতে করোনার কারণে শ্রমিক সংকট দূর হবে। ফলে খুব সহজেই কৃষকরা ধান ঘরে তুলতে পারবে। প্রতিনিধিদের পাঠানো খবর :

ঝিনাইদহ : সদর উপজেলাসহ ছয় উপজেলায় ১৯টি হার্ভেস্টিং মেশিন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে মেশিন বিতরণকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাকখারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কাহারোল (দিনাজপুর) : কাহারোলে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল উপজেলার হুসাইন আলী ও হীরা লাল রায়কে কম্বাইন হার্ভেস্টার মেশিনের চাবি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মনিরুল হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নুর হাসান, কোম্পানির পক্ষে দি মিতালি প্রা. লিমিটেডের রিজিওনাল ম্যানেজার আবুল কালাম মন্ডল ও আবেদীন ইকুইপমেন্ড লিমিটেডের কেরিটোরি ম্যানেজার মনিরুল ইসলাম।

বদলগাছী (নওগাঁ) : বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা চত্ব্বরে হারভেস্টর বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। উপস্থিত ছিলেন ইউএনও আবু তাহির, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী, সহকারী কৃষি কর্মকর্তা সালমা আকতার, থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল প্রমুখ।

খানসামা (দিনাজপুর) : বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে কৃষকদের হাতে কম্বাইন হারভেস্টারের চাবি তুলে দেন জেলা প্রশাসক মাহমুদুল আলম। উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক তৌহিদুল ইকবাল, উপজেলা চেয়ারম্যান আবু হাতেম, ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম, কৃষি কর্মকর্তা আফজাল হোসেন প্রমুখ।

মহাদেবপুর (নওগাঁ) : মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে এ কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, ইউএনও মিজানুর রহমান মিলন, উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, প্রেসক্লাবের সভাপতি গৌতম কুমার মহন্ত প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here