• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

করোনা: রংপুরে মেসের ভাড়া ৪০ শতাংশ মওকুফ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুন ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনাকালে রংপুরের মেসে বসবাসকারী শিক্ষার্থীদের ৪০% ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা প্রশাসক মো. আসিব আহসানের সভাপতিত্বে রংপুরের সকল মেস মালিক সমিতির প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে আশরতপুর মেস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, জেলা প্রশাসক ও ছাত্রনেতাদের সাথে বসে আমরা মেস ভাড়ার ৪০% ছাড়ের সিদ্ধান্তে উপনীত হয়েছি। এ ছাড়া অন্যান্য সব (বিদ্যুৎ বিল, নেট বিল) আগের মতোই প্রতিটি বোর্ডার বহন করবে। এটি এপ্রিল থেকে যতদিন পর্যন্ত করোনার এই অবস্থা থাকে ততদিন পর্যন্ত চলবে। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার বলেন, জেলা প্রশাসক মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ। শিক্ষার্থীদের কাছে অনুরোধ যাতে মেস মালিকদের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখতে পারি এবং এই পারস্পরিক সম্পর্ক যেন সব সময় বজায় থাকে এই প্রত্যাশা করি।

Place your advertisement here
Place your advertisement here