• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

করোনা: রংপুর নগরীতে র‌্যাবের জনসচেতনতামূলক প্রচারণা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাঠে কাজ করছে র‌্যাব-১৩ এর সদস্যরা। স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সামাজিক দূরত্ব নিশ্চিতে নিয়েছে নানামুখী পদক্ষেপ। জনসাধারণের জমায়েত বন্ধ করাসহ সড়কে বের হওয়া লোকদের ঘরে থাকতে উৎসাহিত করছে র‌্যাব সদস্যরা। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে নগরীর শাপলা চত্বর এলাকায় এমন সচেতনতামূলক প্রচারণা চালাতে দেখা যায় তাদের।

প্রচারণায় অংশ নেয়া এক র‌্যাব কর্মকর্তা জানান, জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রে মাস্ক পরিধান করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হচ্ছে। তাছাড়া র‍্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনী মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছে। মাঠ পর্যায়ে আজ সরকারি নির্দেশ প্রতিপালনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও সহযোগিতা পেয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়াও রংপুর নগরীতে করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে। নগরীর শাপলা চত্বর, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, লালবাগ, মডার্ণ মোড়, পার্কের মোড়, কাচারী বাজার, মাহিগঞ্জ, তামপাট, সাতমাথা, হারাগাছ, মেডিকেল মোড়, ধাপ, কামারপাড়া, টার্মিনাল, বুড়িরহাট, সিগারেট কোম্পানীসহ রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকাতে টহল দিচ্ছে তারা। 

নগরীর মোড়ে মোড়ে চেক পোস্ট বসিয়ে লোকজনকে ঘরে থাকতে বলছেন। গতকালকের ন্যায় আজকেও ঘর ছেড়ে সড়কে বের হওয়া লোকজনকে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেন পুলিশ, র‌্যাব, ডিবি ও ট্রাফিক পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা।

Place your advertisement here
Place your advertisement here