• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

করোনা ভাইরাস মোকাবেলায় সাবান কিভাবে সুরক্ষা দেয়? দেখুন ভিডিওসহ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনা ভাইরাসের প্রকোপের কারণে আমরা এখন মোটামুটি সবাই জানি যে- বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে। তাতে ভাইরাসের হাত থেকে নিরাপদ থাকা যাবে। কিন্তু কিভাবে সাবান ভাইরাস দূর করে, সেটা কি জানি? আসুন- জেনে নিই। নিচের ভিডিওটিতেও ব্যাখ্যা দেওয়া আছে। আপনারা দেখে নিতে পারেন।

ভাইরাস পৃথিবীর সরলতম অণুজীব। এর খোলসটি (virus capsid) প্রোটিন লিপিড দুটো জটিল যৌগ দিয়ে তৈরী। লিপিড হল চর্বি। সাবান হল এক ধরণের সোডিয়াম বা পটাশিয়াম লবণ৷ যে কোনো সাবানের অণুর দুইটি অংশ থাকে। এই অণুর দুটি অংশের, একটি হাইড্রোফোবিক অর্থাৎ পানি থেকে দূরে সরে কিন্তু তেলের সাথে যুক্ত হয় এবং অপরটি হাইড্রোফিলিক, মানে তেল থেকে দূরে সরে কিন্তু পানির দিকে আকৃষ্ট হয়।

যখন একটি ভাইরাস সাবানের সংস্পর্শে আসে- তখন সাবানের হাইড্রোফোবিক অংশ ভাইরাসের খোলসের লিপিডের সাথে যুক্ত হয় আর অপর অংশ, অর্থাৎ হাইড্রোফিলিক অংশটি পানির সাথে যুক্ত হয়ে যায়। এই দ্বিমুখী টানের কারণে, ভাইরাসের খোলসটি ভেঙ্গে এর ভেতরের RNA বের হয়ে ভাইরাসটি মারা যায়।

আরও বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখুন।

Place your advertisement here
Place your advertisement here