• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কবরে লাশ মিলছেনা: আতঙ্কে এলাকাবাসী!

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় খড়মা দাখিল মাদরাসার পাশে কবরস্থান থেকে রোববার রাতে লাশ চুরির ঘটনা ঘটেছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক জনতা সকাল থেকেই কবরস্থানে ভিড় করতে থাকেন।

প্রায় দুই মাস আগে খড়মা নয়াপাড়া গ্রামের আমের আলীর মেয়ে আল্পনা আক্তার (১৬) শ্বাসকষ্টের কারণে মারা যায়। পরে তাকে দাখিল মাদরাসার পাশে কবরস্থানে তাকে দাফন করা হয়। হঠাৎ করে রোববার সকালে এলাকাবাসী কবরটি খনন অবস্থায় দেখতে পায়। পরে স্বজনরা ওই কবরের ভেতরে লাশের কোনো অস্তিত্ব পাননি। 

অন্যদিকে ওই কবরস্থানের পাশেই আরেকজনের লাশও চুরি করার ঘটনা ঘটেছে। সেখানে দুটি কবর খনন করে দুর্বৃত্তরা লাশ নিয়ে যায়।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল হাইখান, দাখিল মাদরাসার সুপার এইচএম আবুল হাসেমসহ অন্যান্যরা জানান, তারা মাদরাসা আসার পর এ অবস্থায় দেখতে পান। প্রথমে ভয় পেলেও পরে লোকজন নিয়ে কাছে গিয়ে দেখেন দুইটি কবরে লাশ নেই।

সদর ইউপি চেয়ারম্যান সামিউল হক বলেন, লাশ চুরির ঘটনাটি দুঃখজনক। পুলিশে খবর দেয়া হয়েছে। তারা এসে ব্যবস্থা নেবেন।  

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি এমএম ময়নুল ইসলাম খবর পেয়ে লাশ চুরির বিষয়টি তদন্ত করে নিশ্চিত হয়েছেন।

Place your advertisement here
Place your advertisement here