• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

‘এলেঙ্গা-হাটিকমরুল-রংপুর’ মহাসড়ক চার লেনে উন্নীত হতে যাচ্ছে

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯  

Find us in facebook

Find us in facebook

প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে চার লেনে উন্নীত হতে যাচ্ছে এলেঙ্গা-হাটিকমরুল-রংপুর জাতীয় মহাসড়ক। দ্বিতীয় সাসেক সড়ক সংযোগ প্রকল্পের আওতায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় এ কাজ বাস্তবায়িত হবে।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাজধানীর অভিজাত একটি হোটেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়েছে।

এতে সড়ক ও জনপথ অধিদফতরের পক্ষে সই করেন প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান। আর ঠিকাদারী প্রতিষ্ঠান চীনের হিগো ও বাংলাদেশের মীর আকতার হোসেন লিমিটেডের পক্ষে সই করেন লিও শিওয়াও ম্যে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন পার্কাশ, প্রকল্প পরিচালক কাজী শাহরিয়ার হোসেনসহ মন্ত্রণালয়, সড়ক ও জনপথ অধিদফতর এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে জানানো হয়, ১৯০ কিলোমিটার দীর্ঘ এ মহাসড়কটির নির্মাণে চুক্তিকৃত প্যাকেজ-৬ এর আওতায় ৬৭৫ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকমরুল মোড় পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। মহাসড়কের এ অংশে চুক্তির আওতায় সাতটি সেতু, ১৭টি কালভার্ট, কড্ডা এলাকায় একটি ফ্লাইওভার, পাঁচটি আন্ডারপাস এবং ১২টি বাস-বে নির্মাণ করা হবে। আগামী ৩৬ মাসের মধ্যে এসব কাজ বাস্তবায়ন করা হবে।

মোট ১৩টি প্যাকেজের আওতায় গুরুত্বপূর্ণ এ জাতীয় মহাসড়কটি চার লেনে উন্নীত করা হবে। এতে চার লেনের পাশাপাশি মহাসড়কের দু’পাশে ধীরগতির যানবাহনের জন্য মূল সড়ক থেকে সামান্য নিচুতে দুটি সংরক্ষিত লেনও থাকবে বলে জানানো হয়।

Place your advertisement here
Place your advertisement here