• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

এলাকাবাসীর বাধার মুখে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম বন্ধ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

এলাকাবাসীর বাধার মুখে বন্ধ হয়ে গেছে রংপুরের খোকশা ঘাঘট নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। বৃহস্পতিবার দুপুরে নগরীর পার্কের মোড়ে নদী দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ ও খনন কার্যক্রমে দখলদাররা বাধা সৃষ্টি করলে কাজ বন্ধ হয়ে যায়।

এলাকাবাসীর দাবি, উচ্ছেদ কার্যক্রম বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও রংপুর পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের লোকজন মাটি খনন ও স্থাপনা উচ্ছেদ করতে আসলে তারা বাধা দেন। বাধার মুখে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন উচ্ছেদ কার্যক্রম বন্ধ করে দেন।

রিভার ইন পিপল এর পরিচালক ও রংপুর বেগম রোকেয়া বিশ্বদিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ জানান, খোকসা ঘাঘট নদীটি কেডি খাল ও শ্যামা সুন্দরী খালের মাহিগঞ্জ সাত মাথা এলাকা থেকে নগরীর মর্ডান মোড়ে গিয়ে ঘাঘট নদীর সঙ্গে মিশেছে।

এর আগে শতাধিক দখলদারকে চিহ্নিত করে গত ২৩ ডিসেম্বর দখল করা তিনশ মিটার জায়গা উদ্ধার শুরু করে পানি উন্নয়ন বোর্ড। প্রথম দফায় প্রায় দুই একর নগরীর জায়গা উদ্ধার করেছে রংপুর পানি উন্নয়ন বোর্ড।

ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মতলুব হোসেন বাদল বলেন, হাইকোর্টের আদেশ দেখিয়ে নদী খনন ও উচ্ছেদ অভিযানে বাধা সৃষ্টি করে এলাকাবাসী। আমরা রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের বিষয়টি জানিয়েছি। তারা কি পদক্ষেপ নেয়, সেটা জানার পর কাজ শুরু হবে। তবে এ বিষয়ে রংপুর পানি উন্নয়ন বোর্ডের কোনো প্রকৌশলী কথা বলতে রাজি হননি।

Place your advertisement here
Place your advertisement here