• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড বিজয়ী যারা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

বিশ্বের অন্যতম প্রসিদ্ধ অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব। ব্রিটেনের বাফটা অ্যাওয়ার্ডকে এই পুরস্কারের সমমানের হিসেবে গণ্য করা হয়। স্থানীয় সময় রোববার রাতে লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেলে বসেছিল এর ৭৭তম আসর।
সেই ১৯৪৪ সাল থেকে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন পুরস্কারটির আয়োজন করে আসছে। এবার অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কমেডিয়ান রিকি গারভাইস।
 
এবার সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন জোয়াকিম ফিনিক্স ও সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতেছেন রেনে জেলওয়েগার। একনজরে দেখে নেয়া যাক কারা জিতলেন ৭৭তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড।

চলচ্চিত্র:
সেরা চলচ্চিত্র (ড্রামা): ১৯১৭
সেরা অভিনেতা (ড্রামা): জোয়াকিম ফিনিক্স (জোকার)
সেরা অভিনেত্রী (ড্রামা): রেনে জেলওয়েগার( জুডি)।
সেরা পরিচালক: স্যাম মেনডেস (১৯১৭)
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি): ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): ট্যারন এগারটন (রকেটম্যান)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): ওকওয়াফিনা (দ্য ফেয়ারওয়েল)
সেরা পার্শ্ব অভিনেতা: ব্র্যাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড)।
সেরা পার্শ্ব অভিনেত্রী: লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)
সেরা চিত্রনাট্য:  কোয়েন্টিন টারান্টিনো (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড)
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র : প্যারাসাইট
সেরা মৌলিক গান: আই অ্যাম গনা লাভ মি এগেইন (রকেটম্যান)
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র : মিসিং লিংক

টেলিভিশন:
সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা) : সাকসেসন
টেলিভিশন সিরিজ সেরা অভিনেতা (ড্রামা): ব্রায়ান কক্স (সাকসেসন)
টেলিভিশন সিরিজ সেরা অভিনেত্রী (ড্রামা): অলিভিয়া কোলম্যান (দ্য ক্রাউন)
সেরা টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি) : ফ্লিব্যাগ
টেলিভিশন সিরিজ সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) : র‌্যামি ইউসুফ (র‌্যামি)।
টেলিভিশন সিরিজ সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) : ফিবি ওয়ালার-ব্রিজ (ফ্লিব্যাগ)
সেরা টেলিভিশন লিমিটেড সিরিজ : চেরনোবিল
টেলিভিশন লিমিটেড সিরিজ সেরা অভিনেতা : রাসেল ক্রু (দ্য লাউডেস্ট ভয়েস
টেলিভিশন লিমিটেড সিরিজ সেরা অভিনেত্রী : মিশেলে উইলিয়ামস (ফোস/ভেডন)।
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ): স্টেলান স্কার্সগার্ড (চেরনোবিল)
সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিডেট সিরিজ): প্যাট্রিশিয়া অ্যাকুয়েট (দ্য অ্যাক্ট)
আজীবন সম্মাননা (টেলিভিশন): অ্যালেন ডিজেনারেস
বিনোদন জগতে বিশেষ অবদান: টম হ্যাঙ্কস

Place your advertisement here
Place your advertisement here