• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

এবার দেশেই প্রাইভেটকার প্রস্তুতের ঘোষণা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জুলাই ২০২০  

Find us in facebook

Find us in facebook

তথ্য ও প্রযুক্তিতে তরতর করে এগিয়ে চলছে বাংলাদেশ। প্রযুক্তিতে অনেক উন্নতির ফলে এবার দেশে ইলেকট্রনিক গাড়ি প্রস্তুতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রি লিমিটেড। বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

চট্টগ্রামের মীরসরাই ইকোনমিক জোনে ১০০ একর জমিতে তাদের এ কারখানায় আগামী ২০২০-২১ সাল থেকে উৎপাদন শুরু হবে বলে জানা গেছে। প্রতিষ্ঠিত এ প্ল্যান্টে গাড়ির ৬০ শতাংশ (চেসিস, ব্যাটারি, সফটওয়্যার ইত্যাদি) যন্ত্রাংশ উৎপাদন হবে।

 ইভিগুলোর মূল্য হতে পারে,

সেডান: ১২-১৫ লাখ টাকা।
এসইউভি: ২০ লাখ টাকা।
হ্যাচব্যাক: ৮ লাখ টাকার নিচে।

এছাড়াও তারা মোটরসাইকেলও তৈরি করবে যার দাম পড়বে ৫০ হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত। গাড়িগুলো একবার চার্জ দিলে প্রায় ৪শ’ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে এবং প্রতি কিলোমিটার যেতে খরচ হবে মাত্র ২ টাকা।

৪শ’ কিলোমিটার পথ পাড়ি দিতে ২০ মিনিট চার্জ দিলেই চলবে বলে জানিয়েছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে দেশের বিভিন্ন হাইওয়েতে পাওয়ার স্টেশনও বানাবে তারা। 

ইলেকট্রনিক গাড়িগুলোর ব্যাটারিগুলো ১০ বছর পর্যন্ত সক্ষম থাকবে বলে জানা গেছে। শুরুতে ২শ’ মিলিয়ন ডলার নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রি লিমিটেড। 

Place your advertisement here
Place your advertisement here