• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে রংপুরের নারী ভোটারদের ভাবনা

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসলে থাকবে না রংপুরে কর্মসংস্থানের অভাব । এমনটাই মনে করেন রংপুরের নারী ভোটার গণ। ঢাকা থেকে রংপুর বহুদূর। কিলোমিটারের হিসেবে যা ৩৫০ কিলোমিটার। এতোটা পথ পাড়ি দিয়ে ঢাকায় গিয়ে কাজের সন্ধান করতে চাননা রংপুরের নারীরা। এর সমাধান হিসেবে রংপুরেই কর্মসংস্থানের নিশ্চয়তা চান তারা।

রংপুর বিভাগীয় শহর হলেও এখানে সে অর্থে  শিল্প-কলকারখানা গড়ে ওঠেনি। এর ফলে, প্রতি বছর এ বিভাগের নারীরা কাজের জন্য ছুটছেন ঢাকা, গাজীপুর ও নারায়নগঞ্জসহ দেশের নানা প্রান্তে। রংপুরে নারীদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি হলে উন্নয়নের সাথে সাথে বদলে যাবে এখানকার অর্থনৈতিক চিত্র, এমটাই মনে করছেন এ এলাকার নারী ভোটাররা।

এবার রংপুর বিভাগে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে মোট ১ কোটি ১৫ লাখ ৮৫ হাজার ২৬৪ জনে। গতবারের চেয়ে ভোটার বেড়েছে পৌনে ১২ লাখ ৭৩ হাজার ৮৫৬। এদের মধ্যে নারী ও তরুণ ভোটাররাই বেশি। পুরুষের তুলনায় নারী ভোটার বেশি হলেও এই অঞ্চলে নারীদের জন্য নেই তেমন কোনো বড় কর্মসংস্থান।

রংপুর বিভাগে গ্যাস সংযোগ না থাকায় গড়ে ওঠেনি ভারী কোনো শিল্প-কলকারখানাসহ নারী-শ্রমিক বান্ধব বড় কোন প্রতিষ্ঠান। এ কারণে রংপুরে কর্মসংস্থানের নিশ্চয়তা না পেয়ে এখানকার শ্রমজীবী নারীদের বড় একটি অংশ এখন ঢাকামুখী। তাদের আশা নির্বাচনে আওয়ামীলীগ সরকার আবার ক্ষমতায় আসলে, রংপুর পাবে শিল্পের ছোঁয়া, নারীরা পাবে কর্মসংস্থান।
 

রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের বাসিন্দা পোষাকশ্রমিক সুমি আক্তার এবার নতুন ভোটার হয়েছেন। থাকেন গাজীপুরের কোনাবাড়িতে।এই নারী ভোটারের সাথে কথা হয় পীরগাছার পাওটানা বাজারে। তিনি বলেন, ‘যদি রংপুরে নারীদের জন্য কর্মসংস্থান থাকত, তাহলে কষ্ট করে গাজীপুরে যেতে হতো না। তিনি বলেন আওয়ামীলীগ সরকার রংপুরে বিভাগ, সিটি কর্পোরেশন দিয়েছে । এ সরকারের আমলে রংপুরের ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন তার দাবি, রংপুরে গ্যাস সংযোগের মাধ্যমে নতুন কলকারখানা প্রতিষ্ঠা করে অন্তত রংপুরের মানুষের কর্মসংস্থানের যেন ব্যবস্থা করা হয় ।

রংপুর মহানগরীর মুন্সিপাড়া এলাকার নারী সংগঠক শাহানারা রহমান। পেশায় তিনি আইনজীবী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রত্যাশা নিয়ে বলেন, ‘রংপুরের নারীরা এখন আগের চেয়ে অনেক বেশি আত্মপ্রত্যয়ী।
তিস্তা নদী বেষ্টিত গঙ্গাচড়ার নোহালী ইউনিয়নের চর এলাকার জাহানারা বেগম, ইশমত আরা, খাদিজা বেূওয়াসহ বেশ কয়েকজন নারী ভোটারের সাথে কথা হয় । তারা বলেন, ‘চরাঞ্চলের কৃষি কাজে নারীদের অংশগ্রহণ সবচেয়ে বেশি। তাই তারা বলেন ”এবার হামরা শেখের ব্যাটির দিকে চায়া আছি” ।

রংপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি বলেন, ‘রংপুর বিভাগের নারীদের কর্মসংস্থানের জন্য তেমন কোন বড় প্রতিষ্ঠান গড়ে না ওঠায় এবার আমরা রংপুর কেন্দ্রিক কর্মসংস্থান চাই। যেখানে নারীদের কাজের পর্যাপ্ত সুযোগ থাকবে। নারীদের আর ঢাকামুখী হতে হবে না । তাই এবার আমরা রংপুরের বধু জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে চাই ।

রংপুর জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকিয়া সুলতানা চৈতি বলেন, ‘সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের উন্নয়নের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন। তাই আমরা রংপুরবাসি চাই আওয়ামীলীগ সরকার আবার ক্ষমতায় আসুক ।

Place your advertisement here
Place your advertisement here