• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

উলিপুরে নৌকাডুবির ঘটনায় নি‌খোঁজ ৪ মর‌দেহ উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২০  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের উলিপুরে বৌভা‌তের দাওয়াত খে‌য়ে বা‌ড়ি ফেরার প‌থে নৌকাডু‌বির ঘটনায় নি‌খোঁজ চারজ‌নের মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। বৃহস্প‌তিবার সকা‌লে ধরলা নদীতে ডু‌বে যাওয়া স্থা‌নেই রংপুর ফায়ার স‌া‌র্ভি‌সের ৪ সদস‌্যর এক‌টি ডুবুরিদল প্রায় সা‌ড়ে ৩ ঘণ্টা অ‌ভিযান চা‌লি‌য়ে দুপুর ১২টার দি‌কে তা‌দের মর‌দেহ উদ্ধার করতে সক্ষম হয়। বিষয়‌টি নি‌শ্চিত করে‌ছেন কু‌ড়িগ্রাম ফায়ার সা‌র্ভি‌সের উপসহকারী প‌রিচালক ম‌নোরঞ্জন সরকার।

জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা রায়পাড়া গ্রামের নুর ইসলামের কন্যা নাজমা খাতুন (১৮) এর সাথে পার্শ্ববর্তী বুড়াবুড়ি ইউনিয়নের ধরলা নদী বিচ্ছিন্ন চর কলাকাটা নামানির চর এলাকার আব্দুল হাই এর পূত্র আলমগীর হোসেন (২২) এর সাথে গত মঙ্গলবার বিয়ে হ‌য়। গতকাল বুধবার বরের বাড়ি থেকে দাওয়াত খেয়ে মেয়ে পক্ষের প্রায় ৪৫‌ থে‌কে ৫০ জন লোক ইঞ্জিনচা‌লিত নৌকা নিয়ে বাড়ির ফেরার জন্য রওনা দেন। ফেরার প‌থে বৃ‌ষ্টি শুরু হ‌লে নৌকায় থাকা লোকজন বৃ‌ষ্টি ‌থে‌কে রেহাই পে‌তে প‌লি‌থিন নি‌য়ে টানাটা‌নি শুরু কর‌লে নৌকা‌টি উল্টে যায়। এ সময় অন‌্যান‌্য লোকজন সাঁত‌রিয়ে কিনারায় উঠতে পার‌লেও কনের বাবা নুর ইসলাম (৫০) সহ একই গ্রামের কেরামত উল্ল্যার পূত্র নুর ইসলাম (৫২), সোনাউল্লাহর পূত্র কামরুজ্জামান (৫৫) ও তৈয়ব আলীর স্ত্রী আমেনা বেগম (৫০) নিখোঁজ হন। 

খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে আসলেও ডুবুরি না থাকায় উদ্ধার কাজ শুরু করতে পারেনি। এ ঘটনার ২০ ঘণ্টা পর রংপুর ফায়ার স‌া‌র্ভি‌সের ৪ সদস‌্যর ডুবুরিদল ঘটনাস্থ‌লে এসে সা‌ড়ে ৩ ঘণ্টা অভিযান চা‌লি‌য়ে নি‌খোঁজ ব‌্যক্তি‌দের মর‌দেহ উদ্ধার ক‌রেন।

কু‌ড়িগ্রাম ফায়ার সা‌র্ভি‌স অ্যান্ড সি‌ভিল ডি‌ফে‌ন্সের উপসহকারী প‌রিচালক ম‌নোরঞ্জন সরকার ব‌লেন, রংপুরের ৪ সদস‌্যর ডুবুরিদল এবং উলিপুর ও কু‌ড়িগ্রাম ফায়ার সা‌র্ভি‌সের ক‌র্মীরা প্রায় সা‌ড়ে ৩ ঘণ্টা অভিযান চা‌লি‌য়ে নি‌খোঁজ ৪ ব‌্যক্তির মর‌দেহ উদ্ধার করে। থানার ওসি মোয়া‌জ্জেম হো‌সেন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ঊর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের সা‌থে কথা ব‌লে যত দ্রুত সম্ভব স্বজন‌দের কা‌ছে মর‌দেহ হস্তান্তর করা হ‌বে।

Place your advertisement here
Place your advertisement here