• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

উন্নয়নে বাণিজ্য নীতিমালা সহজীকরণের কোনো বিকল্প নেই: টিপু মুনশি

দৈনিক রংপুর

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯  

Find us in facebook

Find us in facebook

দেশে ব্যবসা-বান্ধব পরিবেশ উন্নয়নের লক্ষ্যে নীতিমালা সহজীকরণের কোনো বিকল্প নেই উল্লেখ করে তা সম্প্রসারণে নীতিমালা সহজীকরণের আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ওসামা তাসীরের নেতৃত্বে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান তিনি। বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলামও এসময় উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, রফতানি লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে রফতানি পণ্যের বহুমুখীকরণ একান্ত আবশ্যক। সেই সঙ্গে তৈরি পোশাকের পাশাপাশি সম্ভাবনাময় অন্যান্য পণ্যের জন্য প্রণোদনা ও বাজার সম্প্রসারণরে ওপর গুরুত্ব আরোপ করা প্রয়োজন।

এসময় ডিসিসিআই সভাপতি জানান, ২০২৪ সাল নাগাদ এলডিসি (স্বল্পোন্নত দেশ) পরর্বতী সময়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান আরো সুদৃঢ় করার জন্য রফতানি বাণিজ্য সম্প্রসারণ, নতুন বাজার সৃষ্টি এবং রফতানি প্রবৃদ্ধি বাড়াতে বেসরকারি খাতের অংশগ্রহণে নীতিমালা প্রণয়ন করা জরুরি। পাশাপাশি রফতানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে একটি ‘কমপ্রেহেনসিভ ট্রেড পলিসি’ প্রণয়ন ও অটোমেটেড শুল্ক ব্যবস্থা নিশ্চিত করার প্রস্তাব করেন তিনি।

সেই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বাজার সম্প্রসারণসহ রফতানি কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) অধীনে একটি ‘এমএসএমই রফতানি উন্নয়ন ডেস্ক’ গঠনেরও প্রস্তাব করেন ওসামা তাসীর।

বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম জানান, ২০২৪ সালের পর বাংলাদেশ এলডিসি সুবিধা থেকে বঞ্চিত হবে। তাই এ সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে সহায়ক নীতিমালা প্রণয়ন করা আবশ্যক।

তিনি বলেন, বর্তমানে ইপিবির মাধ্যমে পরীক্ষামূলকভাবে অনলাইনে ইআরসি এবং আইআরসি এর সনদ প্রদান করা হচ্ছে, যার মাধ্যমে ব্যবসায়ীদরে হয়রানি হ্রাস পাবে এবং ব্যবসা পরিচালনার ব্যয়ও কমে আসবে।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে ডিসিসিআই’র র্ঊধ্বতন সহ-সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী, সহ-সভাপতি ইমরান আহমেদ, পরিচালক আবুল কাসেম খান, আশরাফ আহমেদ, এনামুল হক পাটোয়ারী, হোসনে এ সিকদার, কে এম এন মঞ্জুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here